অপরাধশিরোনাম

২ কেজি সোনাসহ নারী কেবিন ক্রু আটক

র-নিউজ ডেস্কঃ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনাসহ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে আটক করেছে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের সদস্যরা। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এসভি-৮০৪ (রিয়াদ) ফ্লাইটটি মঙ্গলবার রাত ১০টায় ঢাকায় অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই, কাস্টমস ও এপিবিএনের যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়।এ সময় তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১ হাজার ৯৭৯ গ্রাম। সূত্র জানায়, অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Related Articles

Back to top button