রাজনীতিশিরোনাম

বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

 র-নিউজ ডেস্ক:  রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এরপরই বাসায় ফেরেন তিনি।রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেইসঙ্গে যারা তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন আইনমন্ত্রী।

Related Articles

Back to top button