র-নিউজ ডেস্কঃ ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।১৪ মে সকাল সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। এর আগে তিনি ভারত ও শ্রীলঙ্কা গিয়েছেন।জানা গেছে, বাংলাদেশ সফরে জলবায়ু সঙ্কট, অর্থনৈতিক বন্ধন গভীরতর করাসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে ডোনাল্ড লু আলোচনা করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। অন্যদিকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, এ সফরে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তাসহ সম্পর্কের সার্বিক দিক নিয়ে আলোচনা হবে।ডোনাল্ড লু সফরের সময় পররাষ্ট্রসচিবের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে। তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করবেন।এ ব্যাপারে মাসুদ বিন মোমেন বলেছেন, নতুন সরকার গঠনের পর ডোনাল্ড লু প্রথমবারের মতো ঢাকা আসছেন। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার জন্য বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে। এ সব প্ল্যাটফর্মের সংলাপ কিভাবে আবারো শুরু করা যায় সেটা নিয়ে আলাপ হবে। যুক্তরাষ্ট্রেও চলতি বছরের শেষ নাগাদ নির্বাচন হবে। তাই এটি তাদের জন্য অন্তর্বর্তীকালীন সময়।