নোবেলজয়ী মালালা এখন হলিউডের কমেডি তারকা
র-আন্তর্জাতিক ডেস্কঃ শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে নিয়ে একটা সময় বেশ আলোচনা হয়েছিল। এবার তাকে দেখা গেল ব্রিটিশ মিউজিক্যাল কমেডি ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে এক ঝলক। এর আগেও অবশ্য তিনি কাজ করেছেন ওয়েব সিরিজটির প্রথম পর্বে।যদিও ইউসুফজাই এর আগে পর্দার আড়ালেই বেশি কাজ করেছেন, এখন তাকে অন-স্ক্রিনে দেখা যাচ্ছে অন্য ভূমিকায়।মালালা ইউসুফজাই ২৬ বছর বয়সী নোবেল পুরস্কার বিজয়ী নারী। ব্রিটিশ সিটকম ‘উই আর লেডি পার্টস’-এর দ্বিতীয় সিজনে ক্যামিওর মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন।’মালালা মেড মি ডু ইট’ শিরোনামের একটি পর্বে, ইউসুফজাইকে একটি ফ্যান্টাসি সিকোয়েন্সে পশ্চিমা এবং পাকিস্তানি পোশাকের মিশ্রণে ঘোড়ায় বসে থাকতে দেখা যায়।তিনি মজা করে ভোগ ম্যাগাজিনকে বলেন, “আমি অবশেষে আমার লুকানো প্রতিভা দেখাচ্ছি।” সিরিজ, যা মুসলিম নারীর একটি পাঙ্ক-রক ব্যান্ড অনুসরণ করে, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাদের যাত্রাকে তুলে ধরে।’’উই আর লেডি পার্টস’ সমালোচকদের প্রশংসা পেয়েছে, পাঁচটি বাফটা মনোনয়ন এবং দুটি গথাম অ্যাওয়ার্ড অনুমোদন পেয়েছে। দ্বিতীয় সিজন গত ৩০ মে প্রিমিয়ার হয়।
সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর প্রথম লুক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মনোযোগ আকর্ষণ করেছে।রেডডিটে মালালার ফার্স্ট লুক শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, “অনেক মানুষ কোনো কারণে এটির জন্য বিরক্ত হবেন।” আরেকজন বললেন, “দুর্বল বোকা বানানো, খুব রাগান্বিত করা তার জিনিস।” ইনস্টাগ্রামে কেউ কেউ মালালার ক্যামিওর প্রথম চেহারা দেখে কম মুগ্ধ হননি।এর আগে ২০২১ সালে মে মাসে ‘উই আর লেডি পার্টস’ এর প্রথম সিজন রিলিজ হয়।প্রসঙ্গত, মালালা ইউসুফজাই পাকিস্তানের তালেবান নিয়ন্ত্রিত একটি অঞ্চলে মেয়েদের শিক্ষার পক্ষে তার সাহসী ভূমিকার কারণে প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন। তালেবান জঙ্গিরা ২০১২ সালে মালালাকে স্কুল থেকে ফেরার পথে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালায়। ওই ঘটনা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। ১৭ বছর বয়সে ২০১৪ সালে সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি।