শিরোনাম

তারকাদের আলোচিত বিয়ে

র-নিউজ ডেস্কঃ তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশিই থাকে। ২০২৩ সালে দেশের শোবিজ অঙ্গনে বেশ কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসেন। নানা কারণে তাদের বিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এমন কিছু বিয়ের খবর নিয়ে এই প্রতিবেদন।

টিভি
তাসনিয়া ফারিণ: দীর্ঘ সাড়ে ৮ বছর প্রেম করার পর চলতি বছরের ১১ আগস্ট বিয়ে করেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে একটা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০২৩ সালের ১৪ আগস্ট বিয়ের খবরটি প্রকাশ্যে আনার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ফারিণ।

চাষী আলম: চলতি বছরের ২৫ আগস্ট বিয়ে করেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা মাহাবুবুর রহমান চাষী ওরফে চাষী আলম। তার স্ত্রীর নাম মোহনা তুলতুল। চাষীর স্ত্রী রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর ট্রলের মুখে পড়েছিলেন এই জুটি।

ফারিয়া শাহরিন: ২০২১ সালর ফেব্রুয়ারিতে বাগদান সারেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। তবে গত ৭ জুলাই বিয়ের খবর দেন এই অভিনেত্রী। তার স্বামীর নাম মাহফুজ রায়হান।

সালমান মুক্তাদির: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০২৩ সালের ৩০ এপ্রিল বিয়ে করেছেন জনপ্রিয় কনন্টেন ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। তার স্ত্রীর নাম দিশা ইসলাম।

চলচ্চিত্র

জিয়াউল রোশান: গত ১০ মে বিয়ের খবর প্রকাশ্যে আনেন বর্তমান সময়ের চিত্রনায়ক জিয়াউল রোশান। তার স্ত্রীর নাম তাহসিন এশা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন রোশানের স্ত্রী। দীর্ঘ ৫ বছর প্রেম করার পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন এই যুগল।

আঁচল আঁখি: চলতি বছরের নভেম্বরে গোপন বিয়ে খবর প্রকাশ্যে আনেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। তার স্বামীর নাম সৈয়দ অমি। তিনি এ প্রজন্মের একজন সংগীত পরিচালক। তিন বছর আগে অর্থাৎ ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

সংগীত
ইমরান: গত ২৪ মে বিয়ে করেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। পারিবারিকভাবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অবন্তি সিঁথি: গত ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি। তার স্বমীর নাম অমিত দে। তিনি লন্ডন প্রবাসী। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি।

ফাতেমা তুয যাহরা ঐশী: ২০২৩ সালের ২ জুন বিয়ে করেন সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি পেশায় একজন চিকিৎসক। তার বরের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন। পাশাপাশি মডেলিং ও অভিনয় করেন তিনি।

সানিয়া সুলতানা লিজা: গত ১৯ নভেম্বর বিয়ের খবর প্রকাশ্যে আনেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। তার স্বামীর নাম সবুজ খন্দকার। সবুজ একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। গত বছর তাদের বিয়ে সম্পন্ন হয়।

নাভেদ পারভেজ: ২০২৩ সালের ১০ মার্চ বিয়ে করেন ‘চল নিরালায়’, ‘সুরমা সুরমা’ গানের সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ। তার স্ত্রীর নাম ফারহানা হোসেন বিন্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন বিন্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button