জনসেবার জন্য সরকারি ক্যাম্প, পাত্রী চাইলেন যুবক
র-আন্তর্জাতিক ডেস্কঃ জনসেবার জন্য বসেছে সরকারি ক্যাম্প। লম্বা লাইন পেরিয়ে অভিযোগ ও চাহিদা জানাচ্ছেন সাধারণ মানুষ। এর মধ্যে এক যুবক জানালেন, তিনি বিয়ে করতে চান, কিন্তু পাত্রী পাচ্ছেন না। কর্মকর্তারা যেন তাকে পাত্রী খুঁজে দেন। ভারতের কর্নাটকে ঘটেছে এমন ঘটনা।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, রাজ্যের কোপ্পাল জেলায় ‘জনস্পন্দন’ নামে একটি সরকারি ক্যাম্পের আয়োজন করেছিল প্রশাসন। জনগণের অভাব-অভিযোগ শুনছিলেন কর্মকর্তারা এবং যথাসম্ভব সমাধানও করা হচ্ছিল। সেখানে সঙ্গপ্পা নামে এক কৃষক তার জন্য পাত্রী খুঁজে দেওয়ার আবেদন জানান।
ওই যুবক বলেন,তিনি দীর্ঘদিন ধরে একা। তাকে বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে হবে। তিনি বলেন, ১০ বছর ধরে পাত্রী খুঁজছি। কিন্তু বিয়ে হচ্ছে না। কেউ আমাকে পাত্রী দিতে রাজি নয়। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। স্যার, পাত্রী খুঁজে দেন!জেলা কমিশনার নলিনী অতুলের জানান, এলাকার অন্যসব বাসিন্দা যখন পানির অভাব, রাস্তা ঠিক করার দাবি জানাচ্ছিলেন; সেখানে ওই যুবকের এ ধরনের দাবি শুনে প্রথমে কিছুটা হকচকিয়ে যান সরকারি কর্মকর্তারা।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সঙ্গপ্পাকে প্রাথমিকভাবে বোঝানো গেলেও তার পাত্রী খোঁজার আবেদনের কী হবে, এখনো ভাবছেন কর্তারা।