Uncategorized

আজ মহালয়া

 র-নিউজ ডেস্কঃ আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু। এর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। বোধনে দেবীকে আবাহনের পর মহাষষ্ঠীতে শুরু হবে দুর্গোৎসব। তাই সারাদেশে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলন করে পূজা উদযাপন পরিষদ। এবছর সারাদেশে ৩২ হাজার ৪০৮টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে এসময় জানানো হয়।আলোয় ভরা প্রকৃতির অবারিত সৌন্দর্যের মাঝে এখন অপেক্ষা ঢাকের বাদ্যের। মাতৃরূপিনী, শক্তিরূপিনী, দেবী দুর্গা আসবেন ধরনীতে। রাত পোহালেই ভোরের আলোয় মহালয়ার আয়োজন। শিশির ভেজা সকালে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা।দেবী দুর্গাকে সাড়ম্বরে বরণ করে নিতে এরই মধ্যে শুরু হয়েছে আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলোয়।দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে পূজা উদযাপন পরিষদ। এসময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সকলের সহযোগিতা চাওয়া হয়।সারাদেশে এবার ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে রাজধানীতে অনুষ্ঠিত হবে ২৪৫টি পূজা। আগামী ২০শে অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২৪শে অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button