অপরাধনির্বাচনী হালচালশিরোনাম
জাল ভোট দেওয়ায় রংপুরে আটক দুই
রংপুর প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেওয়ায় ২ যুবককে আটক করেছে পুলিশ। এরা হলো, মিঠাপুকুর দূর্গাপুরের এমদাদ মিয়ার ছেলে রুমান মিয়া (২৭) ও শঠিবাড়ির সুলতান মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৮)।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।জানা গেছে, শঠিবাড়ি কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে রুমান ও রাশেদ তাদের নিজেদের ভোট প্রদান করেন। এরপর তারা ভোট কক্ষে পোলিং অফিসারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেন। এ সময় কর্মকর্তারা বাধা প্রদান করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কেন্দ্রের বাইরে পুলিশ তাদের আটক করে।নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।