আন্তর্জাতিকবিনোদনশিরোনাম

বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’

র-আন্তর্জাতিক ডেস্কঃ  ওসমানিয়া সাম্রাজ্যের ভিত্তির ওপর নির্ভর করে বানানো জনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের প্রধান অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। ভক্তদের কাছে তিনি সিরিজের চরিত্র ‘ওসমান বে’ হিসেবেই পরিচিত।১৬ মে এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা নিজেই। এরই মধ্যে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।ভাইরাল ওই ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তাতে তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কুরুলুস ওসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। ওসমানিয়া সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। অভিনেতা বুরাক অ্যাজিভিট তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।

Related Articles

Back to top button