আন্তর্জাতিকবিনোদনশিরোনাম

ছবিতে ফোটোশপ! ট্রলের মুখে ঐশ্বরিয়া

র-বিনোদন ডেস্কঃ  কয়েক দিন আগেই ‘প্লাস্টিক বিউটি’-র মতো কটাক্ষ শুনতে হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এবার নেট দুনিয়ায় অভিযোগফোটোশপ ব্যবহার করে রোগা হওয়ার চেষ্টা করেছেন তিনি। এ নিয়ে তুমুল কটাক্ষ চলছে সামাজিক মাধ্যমে।এদিকে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া কয়েক দিন আগে প্যারিস ফ্যাশন উইকে সবাইকে তালক লাগিয়েছেন। শুক্রবার তাকে দেখা গেছে মুম্বইয়ের গেটওয়ে ওব ইন্ডিয়ার সামনে এক ইভেন্টে। সেখান থেকে কিছু ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামেও।ওই দিনের অনুষ্ঠানে অভিষেক বচ্চন-পত্নী বেছে নিয়েছেন ডিপ নেকলাইনের লম্বা কালো গাউন। হাতের বর্ডারে ছিল সাদা সুতো দিয়ে ফুলের বুনোট। একই সুতোর কাজ পোশাকের নীচের দিকেও। খোলা চুল, স্টেটমেন্ট ইয়াররিং এনেছিল সাজে এক অন্য মাত্রা।ঐশ্বরিয়া এই পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে তাতে রেড হার্ট ইমোজি কমেন্ট করেন অভিষেক। পোস্টের কমেন্টে রেড হার্ট দেন ডিজাইনার মণীশ মলহোত্রাও, যিনি এই কালো গাউনটির ডিজাইনিং করেছেন। বচ্চন-বধূর লুকের প্রশংসা করেছে তার ভক্তরাও। অনেকেই সেখানে এসে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মহিলা’ লিখেছেন।তবে, এবার অন্তত প্রশংসার চেয়ে নিন্দা হলো বেশি। অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটপাড়ার একাংশের ধারণা ছবিগুলো এডিট করার সময় ফটোশপ এবং এয়ারব্রাশ করা হয়েছে। বিশেষ করে, রোগা বানানো হয়েছে তাকে। যা স্পষ্ট বোঝা যাচ্ছে।একজন কমেন্টে লেখেন, ‘একাধিক স্তরে এয়ারব্রাশ করা হয়েছে। এটা তার ফিগার বা মুখ কোনওটাই নয়। বয়সের সঙ্গে ওজন বাড়াটাকে কেন মানুষ ইতিবাচকভাবে নেয় না? তার মতো শিক্ষিত নারীর থেকে এটা আশা করা যায় না।’আরেকজন লিখলেন, ‘ছবি অনেক বেশি ফোটোশপড। আপনি যেমন, তেমনভাবেই নিজেকে গ্রহণ করার চেষ্টা করুন।’তৃতীয় জন মন্তব্য করলেন, ‘আশা করি সব ছবিতে এরকম অতিমাত্রায় ফোটোশপ ব্যবহার করবেন না আপনি। এমনিতেই আপনি সুন্দরী। প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার আপনার অন্তত পরে না। এরকম করলে আপনার থেকে ভুল শিক্ষা পাবে অল্প বয়সীরা।’সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে উপস্থিত হয়ে ‘বাড়তি ওজন’ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। লরিয়াল প্যারিসের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রানওয়ে মাতান তিনি। সোনালি রঙের কেপ গাউনে দেখা মেলে তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button