‘পাকিস্তান সৃষ্টির পর ইমরান খানের মতো জনপ্রিয় নেতা তৈরি হয়নি’
রায়হান খানঃ পাকিস্তানের চলমান ঘটনাপ্রবাহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিশেষ বার্তা দিচ্ছে উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, জনমতের বিপক্ষে দাঁড়িয়ে বেশিদিন টেকা যায় না, পাকিস্তানে বারবার তার প্রমাণ মিলছে। তিনি মনে করেন, পাকিস্তানের সেনাবাহিনীর অবস্থান, ভুয়া মামলা, জেল দেওয়ার মতো ঘটনা ইমরান খানের জনপ্রিয়তা বাড়িয়েছে।পাকিস্তানের মানুষ কি নিজেরা নিজেদের শাসন করতে পারবে না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনি যদি নিরপেক্ষ বিশ্লেষণ করেন, তাহলে আমরা পাকিস্তানের চেয়ে খারাপ অবস্থায় আছি। পাকিস্তানে তো ভোট চুরি হয়নি। রেজাল্ট চুরি হয়েছে। বাংলাদেশে, ভোট, ব্যালট, রেজাল্ট সবই চুরি হয়। মানুষ ভোট দিতে না পারলে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা এভাবে বিজয়ী হতে পারতেন না।’‘পাকিস্তান আমাদের সঙ্গে অন্যায় করেছে। তাই বলে তুলনা করে আপনি বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না। পাকিস্তানের আদালত ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীকে সাজা দেওয়ার মতো দৃষ্টান্ত রাখে। মানুষ সেখানকার আদালতে গিয়ে রিলিফ পায়। নির্বাচন কমিশন সম্পর্কে এত খারাপ ধারণা রাখে না। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকলে এত মানুষ ভোট দিতে যেত না। পাকিস্তানের সার্বিক বিষয়ে সমালোচনা করতে গেলে নিজেদের দিকে আগে তাকানো দরকার।’চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানে এখনকার ঘটনাপ্রবাহ খুবই গুরুত্বপূর্ণ। মানুষ ভোট দিতে পেরেছে এটি একটি আশার কথা। ৪০টি আসনের রেজাল্ট জালিয়াতি হয়েছে বলে জানা যাচ্ছে। অনেকেই হয়তো ফেরত পাবে। জামায়াতের এক প্রার্থী তার রেজাল্ট ফেরত দিয়েছেন। এটি নজিরবিহীন ঘটনা। দক্ষিণ এশিয়ার অন্য দেশে এটি কল্পনা করা যায়! আপনি তুলনা করে সমালোচনা না করলে ছোট মনের পরিচয় দেবেন। আপনি একবার ভাবুন তো বাংলাদেশের মতো জায়গায় কেউ ইমরান খান হয়ে উঠতে পারতো? পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।’