খেলাধুলাশিরোনাম

বিশ্বকাপ ফাইনালে মাঠে ঢুকে পড়ল দর্শক, অতঃপর…

র-নিউজ ডেস্কঃ  আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য। ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। কঠোর নিরাপত্তার ফাঁকগলে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্ট যতদূর দেখা যাচ্ছে তাতে লেখা, ‘আগ্রাসন থামাও। ফিলিস্তিন মুক্ত করো।’ মাঠে ঢুকেই ক্রিজে কোহলির কাছাকাছিও চলে যান ওই আগন্তুক। পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন। এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো বন্ধ থাকে খেলা। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক তা নিয়ে প্রশ্ন উঠছে।সোশ্যাল মিডিয়ায় অনেককেই লিখতে দেখা যাচ্ছে, কোহলির সঙ্গে দেখা করতেই মাঠে অনুপ্রবেশ ওই সমর্থকের। তবে ফিলিস্তিনপন্থী টিশার্ট ও মুখে মাস্ক দেখে এটা নিশ্চিত যে, বিশ্বকেও ফিলিস্তিনের পক্ষে একটা বার্তা দিতে চেয়েছেন।উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিন শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন। লাশের গন্ধে ভারি হয়ে উঠছে বাতাস। বাদ যাচ্ছে না শিশুরাও। এমনকি হামলায় আহতরাও চিকিৎসা সেবা নিতে পারছেন না। এদিকে, প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তিতে নেই ভারত। তৃতীয় শিরোপার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৩১ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button