আইপিএলে ব্যস্ত থাকায় মূল খেলোয়াড়দের ছাড়াই উইন্ডিজের দল ঘোষণা
র-নিউজ ডেস্কঃ বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি উপলক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড। আইপিএলে ব্যস্ত থাকায় বিশ্বকাপ স্কোয়াডের ৭ জন খেলছেন না এই সিরিজ।বিশ্বকাপ স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলটির নেতৃত্বে থাকছেন ব্রেন্ডন কিং। বিশ্বকাপে সহ-অধিনায়ক আলজারি জোসেফও এই সিরিজে খেলছেন না। দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা বিশ্বকাপ স্কোয়াডের পাঁচ ক্রিকেটার ব্যস্ত থাকবেন আইপিএলের প্লে-অফে। এলিমিনেটর খেলার অপেক্ষায় থাকা রাজস্থান রয়্যালসে আছেন অধিনায়ক পাওয়েল ও শিমরন হেটমায়ার। দুর্দান্ত প্রত্যাবর্তনে প্লে-অফে ওঠা বেঙ্গালুরুর দলে আছেন সহ-অধিনায়ক আলজারি জোসেফ। কলকাতা নাইট রাইডার্সে আন্দ্রে রাসেল ও শেরফেন রাদারফোর্ড।দল ফাইনালে না উঠলে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেবেন জোসেফ ও রাদারফোর্ড। তবে বাকি তিনজনের দল ফাইনালে না উঠলেও পাবেন বিশ্রাম। এরই মধ্যে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান ও দিল্লি ক্যাপিটালসের শেই হোপ বিশ্রাম পেয়েছেন।ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন বিশ্বকাপে রিজার্ভে থাকা ম্যাথু ফোর্ড ও কাইল মেয়ার্স। তাই এই সিরিজে ভালো করলে তাদের জন্য থাকবে সুযোগ। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচটি হবে আগামী শুক্রবার। পরের ম্যাচ দুইটি হবে রবিবার ও সোমবার।
ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), রোস্টন চেইস, কাইল মেয়ার্স, আলিক আথানেজ, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ, ওবেড ম্যাককয়, গুডাকেশ মোটি।