আজ মিউনিখ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ আজ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (স্থানীয় সময় দুপুর দেড়টা) জার্মানির বেয়ারিসার হফ হোটেলের কনফারেন্স কক্ষে উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন তিনি।
সম্মেলনস্থলের মেইন হলে রাত সাড়ে ৯টায় হবে জলবায়ু অর্থায়ন বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং বার্বাডোজের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখতে পারেন।
এর আগে, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সম্মেলনের সাইড লাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল, বিশ্ব ব্যাংকের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টরের বৈঠক করার কথা রয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন মেটার (ফেসবুক) গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লিগ। যিনি যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী।
এদিকে বার্গারহাস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে জার্মানির প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (যখন বাংলাদেশে রাত সাড়ে ১২টা) প্রধানমন্ত্রীর এতে যোগ দিতে পারেন।
এর আগে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ বিমানবন্দরে অবতরণ করে।