বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিশ্রুতি আর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে – স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু “শেখ মুজিবুর রহমানে”র স্বপ্নের সােনার বাংলাদেশ বির্নিমাণে অঙ্গীকারবদ্ধ র-নিউজ।
যখন দেশের সাড়ে ১৭ কোটি মানুেষর মধ্যে অধিকাংশই এখন স্মাট ফোন ব্যবহার করে তখন অসংখ্য গণমাধ্যমের ভীড়ে আর কর্মব্যস্ততায় টেলিভিশন কিংবা অন্য কোন পত্র-পত্রিকায় চোখ বুলানোর সময় বের করতে পারেন না অনেকেই।তাই প্রযুক্তির সাথে তাল মেলাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ গড়তে যে, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তা সত্যিই বিশ্ব দরবারে প্রসংশার দাবিদার। তাছাড়া বহি:বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।একটি পরিসংখ্যান বলছে, প্রতিটি মানুষ দিনে অর্থাৎ ২৪ ঘন্টায় ২ হাজার ৬৬১ বার তার স্মাট ফোনটি ব্যবহার করে। তাই অধিকাংশ মানুষ ফেসবুক, ইউটিউবসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জেনে নেয় দেশের এবং বিদেশ ঘটে যাত্তয়া সব খবরা খবর। তাছাড়া এখন সব কর্মষজ্ঞ সম্পাদন করা হয় , অনলাইন বা ই- সেবার মাধ্যমে। তাই আমরা হাটছি প্রযুক্তিগত রুপান্তর হয়ে। আমরা আশাবাদী আমাদের ক্ষুদ্র প্রয়াসের সাথে আপনি ও থাকবেন।
চেয়ারম্যান ত্ত ব্যবস্থাপনা পরিচালক
www.rawnewsbd.com