রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং দেশ টিভির সাংবাদিক কাজী শাহেদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।শনিবার বেলা ১১টার দিকে নগরীর এএইচএম কামরুজ্জামান চত্বরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপি এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে বারবার সাংবাদিকদের নামে মামলা করে হয়রানি করা হচ্ছে। গণমাধ্যমকর্মীদের কণ্ঠ রোধের চেষ্টা করা হচ্ছে। এই আইনের কিছু কিছু বিতর্কিত ধারা রয়েছে, যে ধারাগুলোর মাধ্যমে সাংবাদিকদের নামে মামলা করা হচ্ছে। সম্প্রতি দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদসহ আরও কয়েকজন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অনতিবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সেই সাথে সরকারের প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও আহ্বান জানান তারা।