দেশজুড়েশিরোনাম

৬ মে’র পর বাড়বে বৃষ্টি

র-নিউজ ডেস্কঃ    আগামী ৬ মে’র পর থেকে দেশের তাপমাত্রা কিছুটা প্রশমিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর থেকে বৃষ্টিপাত বাড়ার আভাসও মিলেছে। তবে অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া মে মাসে তিন থেকে পাঁচটি শিলা বৃষ্টি এবং এক থেকে দুটি মাঝারি বৃষ্টি হতে পারে।শুক্রবার (৩ মে) এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান।পূর্বাভাসে তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম বিভাগ ও ঢাকাসহ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে দমকা বাতাস ও মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  এছাড়া গতকাল রাজধানীতে ১০ মিলিলিটার বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে, ৬৭ মিলিমিটার।হাফিজুর রহমান জানান, তবে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল তার ৭০ ভাগ কম হয়েছে। রংপুর, রাজশাহী বিভাগে ১০০ ভাগ বৃষ্টি হয়নি।

Related Articles

Back to top button