র-নিউজ ডেস্কঃ তিন মাসের বকেয়া পাওনা বেতনের দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।সোমবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শ্যামলী সিনেমা হলের সামনের সড়কের দুই পাশ অবরোধ করেন গার্মেন্টস কর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। তৈরি হয় যানজট।পরে পুলিশের আশ্বাসে বিকেল সাড়ে ৩টার পর সড়কে অবস্থান ছেড়ে চলে যায় গার্মেন্টস শ্রমিকরা।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জোবায়ের বলেন, শ্যামলী লিঙ্ক রোডের গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেড নামক প্রতিষ্ঠানটি গত ৩ সেপ্টেম্বর বন্ধ হয়ে গেছে। তাদের কোনো কার্যক্রম এখন নেই। আজ দ্বিতীয় দফায় শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার তারিখ ছিল। কিন্তু আজ মালিকপক্ষ তা দিতে পারেনি। তাই শ্রমিকরা বেতন ভাতা না পেয়ে সড়কে অবস্থান নিয়েছিল। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। এছাড়াও আশপাশের এলাকাগুলোতে তীব্র যানজট তৈরি হয়।তবে বিকেল সাড়ে ৩টার দিকে অনুরোধ ও পাওনা আদায়ে সহযোগিতার আশ্বাস দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে গার্মেন্টস ভবনের ভেতরে পাঠানো হয়। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।