মা হচ্ছেন মার্গট রবি!
র-আন্তর্জাতিক ডেস্কঃ মা হচ্ছেন হলিউড তারকা মার্গট রবি। স্বামী প্রযোজক টম আকারলির সন্তান তার গর্ভে এসেছে। তবে এই দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। হলিউড রিপোর্টারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।সম্প্রতি টম আকারলির সঙ্গে বার্বি তারকা রবির অবকাশ যাপনের কিছু প্রকাশ্যে আসে। তারপর থেকেই গুঞ্জন ওঠে রবি মা হচ্ছেন কি না। তার ‘বেবি বাম্প’ দেখে ভক্তরা বলছেন প্রিয় অভিনেত্রী সামনে নতুন খবর দেবেন। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।একাধিক সূত্র অবশ্য মার্কিন সাময়িকী পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত করেছে।২০১৩ সালে ‘ওয়ার্ল্ড ওয়ার ২’-এর সেটে প্রেমে পড়েন মার্গট রবি এবং টম অ্যাকারলি। এরপর ২০১৬ সালে বিয়ে করেন। সম্প্রতি এই দম্পতিকে ইতালির লেক কোমোতে একটি রোমান্টিক বোট যাত্রা উপভোগ করতে দেখা গেছে। সেখানে বেবি বাম্প দেখা যায়।