খেলাধুলাশিরোনাম

তামিমের মতে, বল করতে না পারলে সাকিবকে বাদ দেওয়া উচিত

র-স্পোর্টস ডেস্কঃ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাট হাতে অবদান রাখতে পারেনি সাকিব আল হাসান বাঁহাতি স্পিনেও অবদান রাখার সুযোগ থাকে তার হাতে। কিন্তু সেখানেও নিষ্প্রভ ছিলেন তিনি। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।এবার এই ইস্যুতে মুখ খুললেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। সাবেক ওয়ানডে অধিনায়ক বলেই দিলেন, ৪ ওভার বল করতে না পারলে সাকিবকে দল থেকে বাদ দেওয়া উচিত।এই বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মাত্র ৪ ওভার বল করেছেন সাকিব। উইকেটের দেখা পাননি এখনও। ব্যাট হাতে ২ ম্যাচে করেছেন মাত্র ১১ রান। এর মধ্যে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ ওভারে ৬ রান দিয়ে আর বল হাতে নেননি। পরে দল যখন প্রচণ্ড চাপে, তখন ৪ বলে মাত্র ৩ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর ওই অনুষ্ঠানে সাকিবের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, ‘সাকিব আমাদের সেরা বোলার। এখন তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি বলব, সাকিব যদি ৪ ওভার বল করতে না পারে, তাহলে তাকে বাদ দেওয়া উচিত। ‘

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পেছনে দলের কিছু সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তামিম। তিনি বলেন, ‘এই স্টেডিয়ামে অল্প রানের ম্যাচ জেতাচ্ছে বোলাররা। আবার হেরে যাওয়া দল অলআউটও হচ্ছে না। আমরা হইনি। এমন পরিস্থিতিতে জাকের আলী বা রিশাদ হোসেনকে আগে পাঠানো যেত। যে নামবে তাকে বলা দরকার ছিল- ৬ বলে অন্তত ১২ করতে হবে। আউট হলেও সমস্যা নেই। পরে সিনিয়ররা দায়িত্ব নেবে। কিন্তু এধরনের কিছুর অভাব ওই ম্যাচে ছিল। ‘

Related Articles

Back to top button