আন্তর্জাতিকবিনোদনশিরোনাম

অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখের ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা

র-আন্তর্জাতিক ডেস্কঃ  গতকাল (১২ জুলাই) পুরো বিশ্বের দৃষ্টি ছিল ভারতের অন্যতম শীর্ষ ধনী অনন্ত আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে। সারাদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে অনন্ত-রাধিকার বিয়ের বিভিন্ন ভিডিও এবং স্থির চিত্র।কিন্তু এত কিছুর মাঝে ভাইরাল হয়েছে বলিউড বাদশা শাহরুখের একটি ভিডিও। এটি দেখে ভীষণ মুগ্ধ বাদশার ভক্ত-অনুরাগীরা।এ ভিডিওতে শাহরুখকে দেখা গেছে, অমিতাভ ও জয়া বচ্চন সামনে আসতেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শাহরুখ। ভক্তরা বলছে, এ যেন সেই ‘কাভি খুশি কাভি গাম মুহূর্ত’। এমনকী নীতা আম্বানি ও মুকেশ আম্বানির সঙ্গে বলিউডের গানে নাচতেও দেখা গেছে শাহরুখকে।অনন্ত-রাধিকার বিয়েতে শুধু বলিউড নয়, পশ্চিমা বিনোদন ভুবনের গ্ল্যামারের আলোক ছটায় বিয়ের আসর ঝলমল করছিল।

এদিকে সাতপাকে বাঁধা পড়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সবাই অনন্ত-রাধিকার বিয়েতে আসা অতিথিদের সমাদরে ভীষণ ব্যস্ত ছিলেন।বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল এবার অনন্তর বিয়েতে থাকছেন না শাহরুখ। কারণ তিনি দেশে ছিলেন না। ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন বলিউড কিং খান।সব আলোচনাকে উড়িয়ে দিয়ে শাহরুখ চলে এলেন বিয়ের আসরে। শাহরুখ এতদিন নিউইয়র্কে ছিলেন। মেয়ে সুহানার সঙ্গে সেখানে তিনি ছুটি কাটাচ্ছিলেন।

Related Articles

Back to top button