দুর্ঘটনাশিরোনাম

মাধবপুরে বজ্রপাতে চাচি -ভাতিজির মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুরে দাওয়াত খেয়ে বাড়ি ফিরার পথে বজ্রপাতে চাচি ও ভাতিজির মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছেন।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলঘর সড়ক বাজারে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ জানান, ছাতিয়াইন গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল মিয়ার স্ত্রী শান্তা বেগম ও রুবেল মিয়ার মেয়ে সাদিয়া শিমুলঘর গ্রামে দাওয়াত খেয়ে সিএনজি দিয়ে বাড়ি ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারের নিকট পৌঁছালে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে শান্তা ও ভাতিজি সাদিয়াসহ আরও একজন আহত হয়। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক শান্তা ও সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button