আন্তর্জাতিকশিরোনাম

এক বাড়িতেই মিলল নগদ ২০ কোটি!

র-আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ডের রাঁচির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ কোটি রূপি নগদ অর্থ উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহ সহকারীর বাড়ি থেকে ২০ কোটি রূপি উদ্ধার করা হয়। অর্থপাচার প্রতিরোধ আইনের অধীনে সোমবার এই অভিযান চালায় ইডি। অভিযানের একপর্যায়ে ঝাড়খন্ডের গ্রামোন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহ সহকারীর বাড়িতে হানা দেওয়া হয়। এসময় ওই সহকারীর বাড়ির একটি কক্ষে টাকার পাহাড়ের দেখা মেলে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কংগ্রেস নেতা আলমগীর আলম ঝাড়খন্ডের পাকুড় আসনের বিধায়ক।

এ ঘটনার এক প্রতিক্রিয়ায় রাজ্যে দুর্নীতির শেষ নেই বলে মন্তব্য করেছেন ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব। লোকসভা নির্বাচনের সময়ে এই অভিযান উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন বিরোধীদের কেউ কেউ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ঝাড়খন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন বীরেন্দ্র রাম। তিনি এবং তাঁর সঙ্গীদের বিভিন্ন বাড়িতে এসব অভিযান চালানো হয়। এর আগে অর্থপাচার প্রতিরোধ আইনে গত বছরের ফেব্রুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করে ইডি।

Related Articles

Back to top button