রাজধানীশিরোনাম

কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন, যাত্রীদের ভোগান্তি

র-নিউজ ডেস্কঃ দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১৭ জুন। এ উপলক্ষে এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে ছুটছে মানুষ। তবে যারা ট্রেনে যাচ্ছেন প্রথম দিনেই তাদের যাত্রা বিলম্বে শুরু হয়েছে। কারণ কমলাপুর রেলস্টেশন থেকে সব কয়টি ট্রেন ছেড়েছে বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে গরমে বেশি সমস্যায় পড়েছেন নারী ও শিশুরা।১২ জুন বেলা ১১টা ৪৫ মিনিটে কমলাপুর স্টেশনে দেখা যায়, জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনেই পৌঁছায়নি। তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও পৌঁছায়নি প্লাটফর্মে।এছাড়া সকাল থেকে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়া ১৫টি ট্রেনের সবকটি বিলম্বে ছেড়েছে। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলে সেটি ছেড়েছে সাড়ে ৮টায়। এটিই সবচেয়ে বিলম্বে ছেড়েছে।কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদ উপলক্ষে ট্রেনে বাড়তি কোচ যুক্ত হচ্ছে। এজন্য কিছুটা বিলম্বে ছাড়ছে ট্রেন। আশা করছি সব ঠিক হয়ে যাবে।

Related Articles

Back to top button