উল্লাপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঝরণার দোয়া কামনা
এস,এম সবুজঃ আসছে আগামী মে মাস থেকে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন মোছা. ঝরণা খাতুন।নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে উল্লাপাড়া উপজেলা বাসীকে ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষদের সঙ্গেও মতবিনিময় করছেন, নিজের পার্থীতার কথাও জানান দিচ্ছেন তিনি।নিজ দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ। এক নজরে ঝরণা খাতুনের রাজনৈতিক ও সামাজিক পরিচয়।১৯৮৯ সাল থেকেই আওয়ামী রাজনৈতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।তিনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে মহিলা কর্মমুখী শিক্ষার প্রশিক্ষক হিসেবেও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।এছাড়াও সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন কর্মকাণ্ডে নির্ভিক সমাজ সেবক তিনি।উলেখ্য, ঝরণা খাতুন উপজেলার ভদ্রকোল গ্রামের মোঃ আব্দুস সালাম সরদারের জৈষ্ঠ্য কন্যা।