র-নিউজ ডেস্কঃ আলোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফী। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিক দিয়ার গ্রামের মৃত রওশন মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম আরেফী। তার বাবা পাবনা জেলা শিক্ষা অফিসার ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা ৬ ভাই চার বোন সবাই আমেরিকায় থাকেন। প্রায় ৪০ বছর আগে তার বাবা আমেরিকায় গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন। বাবা রওশন মণ্ডল আমেরিকাতেই মারা গেছেন সেখানেই তার দাফন হয়েছে। তাদের মা আমেরিকায় জীবিত আছেন বলে জানা গেছে।হাটিকুমরুল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাওসার আলী জানান, আরেফীর বাবা মৃত রওশন মণ্ডল ছিলেন পাবনা জেলার শিক্ষা কর্মকর্তা। তারা ১০ ভাইবোন ৪০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন। তারা খুব একটা এলাকায় আসেন না। এলাকার লোকজনের সাথে তাদের তেমন যোগাযোগও নেই। সাবেক এমপি আকবর আলীর সাথে আরেফীর ঘনিষ্ঠতা রয়েছে। শোনা যায়, এম আকবর আলী আমেরিকায় গেলে আরেফীর বাসাতেই বসবাস করতেন।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, জাহেদুল ইসলাম আরেফী এলাকায় বেল্লাল নামে পরিচিত। তিনি ছাত্রাবস্থাতেই পরিবারের সাথে আমেরিকায় যান। সেখানে তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। তবে তিনি এলাকায় আসলে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন। মানিক দিয়ার গ্রাম বা উল্লাপাড়ায় তার কোনো বাড়ি নেই। তার দাদা-দাদির জন্য দোয়া মাহফিল করতে গত জুলাই মাসে এসেছিলেন। তিনি উল্লাপাড়া ডাকবাংলোয় ছিলেন। এখানে কোনো সামাজিক কাজেও তিনি জড়িত নন।ওসি আরও বলেন, উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলীর সাথে তার বাবা মৃত রওশন মণ্ডলের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তার সাথেও আকবর আলীর সম্পর্ক আছে। তার স্থানীয় স্বজনরা বিএনপির সমর্থক হলেও সরাসরি রাজনীতির সাথে জড়িত নয়।এ বিষয়ে জানতে সাবেক এমপি আকবর আলীর সাথে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।