জাতীয়শিরোনাম

সবজির দাম আকাশ ছোঁয়া

র-নিউজ ডেস্কঃ খুচরা বাজারে সরকারের নির্ধারিত দামে ডিম,আলু বিক্রি হলেও বেড়েছে পেয়াজের দাম। আমদানি কমে যাওয়ায় আবার বাড়লো কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০০  থেকে ১৫০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচের দাম ২৮০ থেকে ৩০০ টাকা। মাংসের বাজার স্থিতিশীল থাকলেও মাছের বাজারেও অস্বস্তিতে ক্রেতারা। এছাড়া আকাশ ছোঁয়া সবজির দামও!খুচরা বাজারে ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি কমে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায় । গরু ও ছাগলের দাম রয়েছে অপরিবর্তনীয় ।মাছের বাজারে বাড়তি দামে ক্রেতারা বিপাকে। দেশি মাছের যোগান বাড়ায় দাম কিছুটা কম হলেও চাষের মাছ কেজি প্রতি কেজি ৪০০ টাকার উপরে। ছোট বড় ইলিশের দামও বাড়তি ।   সরকারের নির্ধরিত দামে ডিম আলু বিক্রি হলেও পেয়াজে বেড়েছে কেজি প্রতি ১০-২০ টাকা।  এদিকে সবজির বাজারে অস্থিরতা। বলতে গেলে বাজারে প্রতি কেজি ৬০ টাকার নিচে কোনো সবজি  নেই। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচা মরিচের ঝাঁলও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button