নির্বাচনী হালচালরাজনীতিশিরোনাম

৮৮ লাখ টাকার কর পরিশোধের পর রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ

র-নিউজ ডেস্কঃ  ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর পরিশোধের পর পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।০৪ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রুহুল আমিনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘রুহুল আমিনের কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করায় এবং প্রয়োজনীয় কাগজপত্রে কোনও সমস্যা না থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’এর আগে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পটুয়াখালীর চার আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে কর বকেয়া থাকার অভিযোগ ওঠে। তখন তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।পটুয়াখালী-২১ সার্কেলের সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা বলেন, ‘২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কর অঞ্চল ঢাকা ৮-এ এবিএম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে। এছাড়া ২০১২-১৩ সাল থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আপিল ট্রাইব্যুনালে তিন কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা রাজস্ব আইনে মামলা বিচারাধীন রয়েছে। এজন্য তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।’রুহুল আমিন হাওলাদার দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি লাঙল প্রতীকে নির্বাচন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button