নির্বাচনী হালচালশিরোনাম

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লাপাড়ার ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপন

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ভাইস চেয়ারম্যান প্রার্থী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন। নির্বাচনকে ঘিরে জয়ের লক্ষ্যে তিনি চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা।২১ মে অনুষ্ঠিত হবে এ নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যেই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিস। প্রার্থীরা জয় নিশ্চিত করার প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।জেলার ৯টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান এবং ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন।সরকারের ঘোষণা অনুযায়ী এবারের নির্বাচনে কোন দলীয় প্রতীক বরাদ্দ হয়নি। সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এরই অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়নের ভদ্রকোল গ্রামের আবু সাঈদ স্বপন ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ স্বপন বলেন, উপজেলার আপামর জনগণের সম্মতি, ভালোবাসা ও প্রেরণায় আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আমার নির্বাচনী প্রতীক ‘চশমা’ মার্কা নিয়ে আমি জনগণের ভালবাসার সাড়া দিয়েছি। আমার উপজেলার সকলেই তাদের মহামূল্যবান ভোটটি আমাকে দিয়ে জয় নিশ্চিত করবে, ইনশাআল্লাহ্।

তিনি বলেন, যদি আমি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে আমার অধীনস্থ প্রত্যেকটি ইউনিয়নে দারিদ্র মোচন, শিক্ষার সু-ব্যবস্থা, অবহেলিত সড়ক, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিয়ে প্রতিরোধ করবো; এই অঙ্গিকারে আমি জিরো টলারেন্স ভূমিকা রাখব।ভোটাররা সকল প্রার্থীকে বিবেচনা করে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করবেন বলেও আশাবাদী তিনি।

Related Articles

Back to top button