নির্বাচনী হালচালশিরোনাম
উল্লাপাড়ায় বিপুল ভোটে সেলিনা মির্জা বিজয়ী
রফিকুল ইসলাম সবুজঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৮৮ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খাঁন হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮ শত ৬১ ভোট। দুই জনের ভোটের ব্যাবধান ৬৬ হাজার ৩৩১।ভোট গণনা শেষে জেলা রিটানিং কর্মকর্তা গণপতি রায় বেসকরকারিভাবে উপজেলা পরিষদ নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।