জাতীয়শিরোনাম

’৭২- এর সংবিধান বাতিলের দরকার নেই: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৭২ এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। তবে সংশোধন করা যেতে পারে।মঙ্গলবার রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এ সময় পরিষদের দুটি অংশ সব ভেদাভেদ ভুলে আবারও একীভূত হয়েছে বলে ঘোষণা দেন গণঅধিকার পরিষদের সভাপতি।নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণঅধিকার পরিষদকে এক করা হয়েছে। দু-একজন এর বাইরে থাকতে পারে।

তিনি আশা প্রকাশ করেন যে, সময়ের সঙ্গে সঙ্গে তারা সবাই যুক্ত হবেন।৭২ এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নুর বলেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সাথে আলোচনা করে সংশোধন করা যায়।৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, জাতি একবারই স্বাধীন হয়। ৭১ এর সাথে ২৪ এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও গণহত্যা ঘটবে, ফ্যাসিস্ট সরকারের আর্বিভাব হবে। শুধু নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না, তার আগে হাসিনার বিচার ও সংস্কার হতে হবে।সরকারের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, মানুষের প্রত্যাশা পাঁচ মাসে হোঁচট খেয়েছে।

এ সময় নুরুল হক নুরের গণঅধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান।

 

Related Articles

Back to top button