রাজধানীশিরোনাম

বিশুদ্ধ পানি নিশ্চিতে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ইউরো দেবে ডেনমার্ক

র-নিউজ ডেস্কঃ  ঢাকা শহরের বাসিন্দাদের জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে ডেনমার্ক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত কর্মসূচির তৃতীয় ধাপে সায়েদাবাদ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ভূগর্ভস্থ পানি বিশুদ্ধকরণ অবকাঠামো নির্মাণে ঢাকা ওয়াসার মাধ্যমে এই অর্থ দেয়া হবে।প্ল্যান্টটির নকশা ও নির্মাণের জন্য অর্থায়ন করছে ডেনমার্ক। ড্যানিডা টেকসই অবকাঠামো বিনিয়োগের মাধ্যমে ডেনমার্ক সরকার বাংলাদেশ সরকারকে এই অর্থ দিচ্ছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সরকার ভূগর্ভের উপরিতলে থাকা পানি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে, এবং এই পানি বিশুদ্ধ করার জন্য নতুন প্ল্যান্টের প্রয়োজন। ডেনমার্ক সরকার এই প্ল্যান্ট নির্মাণে সহায়তা করছে। প্রকল্পের প্রথম দুই ধাপে শীতলক্ষ্যা নদী থেকে পানি নেয়া হবে এবং তৃতীয় ধাপে মেঘনা নদী থেকে পানি নেয়া হবে।নির্মিত হলে এই প্ল্যান্ট বিশ্বের অন্যতম বৃহৎ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট হবে। এই প্ল্যান্টে প্রতিদিন ৪ লাখ ৫০ হাজার ঘন মিটার পানি বিশুদ্ধ করা হবে।

Related Articles

Back to top button