জাতীয়নির্বাচনী হালচালশিরোনাম

নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার : ইসি

র-নিউজ ডেস্কঃ  দায়িত্ব পালনে নির্লিপ্ততা এবং অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকূপা ও যশোর জেলার হরিণাকুন্ড থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ২৩ ডিসেম্বর দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।ইসি কি সরকারি দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠানো হবে। তারপর তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন সেটার কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানার (শৈলকূপা থানা ও হরিণাকুন্ড) ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।ওসিদের এত রদবদল কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহারে তো নির্লিপ্ততা নেই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।সরকারি দলের প্রার্থীরা বার বার কেন আচরণ বিধি লঙ্ঘন করছেন? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়রি টিমের যে সুপারিশ আসছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অচিরেই দৃশ্যমান আপডেট পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button