খেলাধুলাশিরোনাম

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া উগান্ডার স্কোয়াডে চমক সুবুগা

র-স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উগান্ডা। যেখানে পুরুষদের যেকোনো সংস্করণের বিশ্বকাপে এবারই প্রথম দেখা যাবে দেশটিকে। দলটির নেতৃত্ব দেবেন যথারীতি ব্রায়ান মাসাবা। তবে উগান্ডার স্কোয়াডে চমক হচ্ছেন ফ্রাঙ্ক সুবুগা।৪৩ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডার ফ্রাঙ্ক সুবুগা হতে যাচ্ছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। যদিও সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার রেকর্ড হংকংয়ের রায়ান ক্যাম্বেলের। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আসরে নিজের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে যখন তিনি খেলতে নামেন, তার বয়স ছিল ৪৪ বছর ৯৮ দিন।উগান্ডা এবারের আসরে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের মতো দলকে পেছনে ফেলে মূল পর্বের টিকেট পায়।ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে উগান্ডা। ‘সি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।টি-টোয়েন্টি বিশ্বকাপের উগান্ডা দল: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ (সহ-অধিনায়ক), দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক সুবুগা, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমাস কিয়ুটা, বিলাল হাসান, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুইয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিয়োন্ডো, আলপেশ রামজানি, জুমা মিয়াজি

 

Related Articles

Back to top button