জীবন যাপন

নারীরা সঙ্গীর কাছে কি চান

একজন নারী যখন নিজের জীবনে পরিবর্তন চান, তখন তিনি চুল কেটে ছোট করে ফেলেন। পিরিয়ডের সময়ে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করেন। নারীদের নিয়ে এ রকম অনেক মজার গবেষণা আছে। গ্রোথ মাইন্ডসেট টিপস অনুসারে জেনে নেওয়া যাক, একজন নারী সঙ্গীর কাছে কোন আটটি বিষয় চান। আপনি যদি নারী হন, মিলিয়ে নিন। যদি পুরুষ হন, জেনে রাখুন, কাজে দেবে!

গুড মর্নিং, গুড নাইট বার্তা

আপনি যদি কোনো নারীর সঙ্গে সম্পর্কে থাকেন, তাহলে দিনের শুরুতে আর শেষে তাঁকে স্মরণ করতে ভুলবেন না .সম্পর্কে অনেক জটিল পরিস্থিতি এড়াতে সক্ষম হবেন। কেননা, নারীরা অনেক সময় দামী উপহারের চেয়ে সাধারণ ছোট ছোট বার্তাকে বেশি গুরুত্ব দেন।

জড়িয়ে ধরা

এমন অনেক মুহূর্ত আসে, যখন প্রিয় মানুষ একবার জড়িয়ে ধরলেই মনে হয়, আপনার সমস্যা সমাধান হয়ে গেছে অনেকটাই। নারীরা এটা জানেন এবং চান আপনি তাঁকে জড়িয়ে ধরুন। দিনটা তাঁর জন্য সহজ হয়ে যায়।

গভীর লম্বা কথোপকথন

প্রেম বা বিয়ের সম্পর্ক অথবা যেকোনো সম্পর্কের ক্ষেত্রে লম্বা, গভীর কথোপকথন গুরুত্বপূর্ণ নিরাময় হিসেবে ভূমিকা পালন।

একসঙ্গে ছবি তোলা

সঙ্গিনী মুখ ফুটে বলুক বা না বলুক, জেনে রাখুন আপনার সঙ্গে ছবি তোলার মুহূর্তটি তাঁর দিনের সেরা মুহূর্তগুলোর একটি! তাই সময়–সুযোগ পেলেই নিজেদেরকে এক ক্লিকে ফ্রেমবন্দী করতে ভুলবেন না।

চমকে দিন

ছোট ছোট চমক সম্পর্কে বড় ইতিবাচক প্রভাব ফেলে, তাই ছোট চমককে অবহেলা নয়, বরং মাঝেমধ্যে চমকে দেওয়া খুবই জরুরি।

প্রেমিকার আত্মীয়স্বজনকে সম্মান করুন

এই একটা বিষয়, সম্পর্কে থাকা নারী-পুরুষ সবার জন্য জরুরি। দুজনকেই দুজনের আত্মীয়স্বজনকে সম্মান করতে হবে। করতে হবে মানে করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

মিথ্যা নয়

যা-ই করুন, যা-ই ঘটুক, ঘরে এসে স্ত্রীকে খুলে বলুন। সংসারজীবন সহজ হয়ে যাবে। একবার মিথ্যার আশ্রয় নিয়েছেন তো জীবন মিথ্যার দুষ্টচক্রে পেঁচিয়ে যাবে আষ্টেপৃষ্ঠে।

মাঝেমধ্যে ঘরে ফুল নিয়ে আসুন। বার্তা পাঠান, ‘ভালোবাসি’।

নারীর স্বভাবের একটা মজার বিষয় হলো, তাঁরা অনেক বড় বড় আঘাত অনেক ছোট ছোট উপহার দিয়ে বদলে ফেলতে পারেন। ছোট ছোট বিষয়গুলোই গুরুত্ব দিয়ে মনে রাখেন। তাই অফিস থেকে ফেরার পথে মাঝেমধ্যে বেলি ফুলের মালা আনলে ক্ষতি কী! বিশ্বাস করুন, কাজের বিরতিতে এক শব্দের একটা বার্তা, ‘ভালোবাসি’-ই তাঁকে সারা দিন খুশি রাখার জন্য যথেষ্ট! সঙ্গে চুমুর ইমোজি জুড়ে দিতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button