আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন
র-জীবন যাপন ডেস্কঃ সবার জীবনেই প্রেম আসে। হোক সেটা প্রেমিক–প্রেমিকা কিংবা স্বামী–স্ত্রীর সম্পর্ক। কিন্তু সবাই সফল হয় না। সেই সম্পর্ক নিমিষেই শেষ হোক, সেটা কোনো যুগলই চায় না। আর সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রায় সব যুগলই চেষ্টা করে থাকেন।সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তনের প্রতি অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ আর প্রবল ঘৃণা। এ যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা।এখনও কি সেই অতীতের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে প্রাক্তনকে দোষারোপ করছেন? যদি এখনও প্রাক্তনের ভুল ক্ষমা না করেন, তা হলে চাইলেই আজ সব মাফ করে দিতে পারেন। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রেখে লাভ? তার চেয়ে ক্ষমা করে দিয়ে নিজের জীবনে সুখি হওয়াই উত্তম।প্রাক্তনকে মাফ করে দেওয়ার দিন আজ মঙ্গলবার (১৭ অক্টোবর)। আজকের এই দিনে সারা বিশ্বে পালিত হয় এ বিচিত্র দিবসটি।
২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’। যদিও এ দিবসের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই।প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা—সব ভুলে গিয়ে বলে দিতে পারেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম।’ অতীত ভুলে সামনে যাওয়ার পথে দিনটি এক শুভবার্তা। সবাই যেন এই দিনটিতে প্রাক্তনকে জানাতে পারে, ‘ক্ষমা করে দিলাম।’ক্ষমা একটি মহৎ গুণ। তাই সবকিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেওয়ার মতো মহান কাজ আর দ্বিতীয়টি হতে পারে না। তাই আজকের এইদিনে সব ভুলে প্রাক্তনতে ক্ষমা করার জন্য প্রয়োজন আপনার শুধু একটি ইচ্ছা ও উদ্যোগ।