হঠাৎ করে লাগা আগুন মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে মন্দিরের চারপাশে, এমনকি আগুনের ভয়াবহতা ছড়িয়ে পরে মন্দিরের বিশালাকৃতির বুদ্ধিমূর্তিতেও।আগুনের এ ঘটনাটি ঘটেছে চীনের গানসু প্রদেশের হাজার বছরের পুরনো সান্দন গ্রেট বুদ্ধমন্দিরে। স্থানীয় সোমবার সকালে মন্দিরে আগুন লেগে পুড়ে যায় মন্দির ও ভেতরে থাকা মহামূল্যবান জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত হয় বিশালাকৃতির বুদ্ধিমূর্তির।বিবিসি জানায়, ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির প্রতিরুপ হিসেবে তৈরি করা হয়েছিল বুদ্ধমূর্তিটি। আসল মূর্তিটি ৪২৩ সালের ছিল। কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়।
উই রাজবংশের শাসনামলে (৩৮৬-৫৫৭ সাল) তৈরি বুদ্ধমন্দিরটির রয়েছে দেড় হাজার বছরের পুরোনো সমৃদ্ধ ইতিহাস।
তবে আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কি কারণে আগুন লাগল তা উদঘাটন করতে তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।