আন্তর্জাতিকশিরোনাম

উদ্ধার করা হয়েছে

-মানব দেহাবশেষসহ টাইটানের ধ্বংসাবশেষ -

 

র-আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরের গভীরে বিস্ফোরিত হওয়া ডুবোযান ‘টাইটান’-এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এর ভেতরে মানুষের দেহাবশেষ আছে বলে ধারণা করা হচ্ছে।বুধবার (২৮ জুন) টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করে কানাডার উপকূলে আনা হয়েছে। মার্কিন কোস্ট গার্ডের বরাতে বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।টাইটানের ধ্বংসস্তূপের ভেতর দেহাবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলেছে, ‘টাইটানের ভেতর পাওয়া (অনুমানকৃত) মানব দেহাবশেষ যুক্তরাষ্ট্রের মেডিক্যাল বিশেষজ্ঞরা বিচার-বিশ্লেষণ করবেন।’

এক শতকেরও আগে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচ অভিযাত্রী নিয়ে ১১ দিন আগে আটলান্টিকের নিচে ডুব দেয় টাইটান। পৌনে দুই ঘণ্টা পর ডুবোযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময়ই পানির চাপে টাইটান বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। ছোট্ট এই সাবমেরিনে যাত্রী ছিলেন ব্রিটেনের হ্য়ামিস হার্ডিং, ফ্রান্সের সাবমেরিন বিশেষজ্ঞ পল হেনরি নারগিওলেট, পাকিস্তানি-ব্রিটিশ ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান এবং ওয়ানগেট এক্সপিডিশন সংস্থার সিইও স্টকটন রাশ।

নিখোঁজের তিন দিন পরে জানানো হয়, ধ্বংস হয়ে গেছে টাইটান। এরপর থেকেই টাইটানের ধ্বংসাবশেষ খোঁজার জন্য উদ্ধারকাজ শুরু করা হয়।
বুধবার (২৮ জুন) উদ্ধার করা টাইটানের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি কাটারে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে যেন এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য এ ডুযোযানটি নিয়ে গবেষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন জেসন নিউবার। এছাড়া, উদ্ধার হওয়া দেহাবশেষ বিশ্লেষণ করবেন মেডিক্যাল অফিসাররা। তারপরই নিশ্চিত হওয়া যাবে যে উদ্ধার হওয়া দেহাবশেষ টাইটানের যাত্রীদের কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button