Uncategorized

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ রোববার কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

আজ রোববার ট্রেন যাত্রার পঞ্চম দিন। সকালে নির্ধারিত সময়ের আগেই স্টেশনের প্লাটফর্মে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। গতকাল এক ঘণ্টা ৪৫ মিনিট বিলম্ব করা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময় সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে।

গত চার দিনের তুলনায় আজকে পঞ্চম দিনে যাত্রীদের ভিড় অনেক বেশি রয়েছে। বিকেলের ট্রেনগুলোতে হয়তো আরো চাপ বাড়তে পারে।

Related Articles

Back to top button