র- স্পোর্টস ডেস্কঃ বিভিন্ন সূত্রে জানা গেছে আগামীকাল মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বসবে পরিচালনা পর্ষদের এই জরুরি সভা।জানা গেছে এই সভায় ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচনই মুখ্য বিষয়। বিবিসি সভাপতি আগেই জানিয়েছিলেন এবার তারা দীর্ঘ মেয়াদে কাউকে অধিনায়কত্ব দিতে চান। সেই হিসাবে সাকিব আল হাসান বিশেষ শর্তে আছেন বিবেচনায়। এছাড়া লিটন কুমার দাসকেও বিবেচনায় রাখা হয়েছে।তবে শোনা যাচ্ছে, সাদা বলের দুই ফরম্যাটে একজন আর লাল বলে আরেকজনকে অধিনায়ক করতে পারে বিসিবি। সেক্ষেত্রে টেস্টের ভার ছাড়তে হবে সাকিবকে। তিনি পাবেন ওয়ানডে ও টি-টোয়েন্টির ভার। আর টেস্টের কাপ্তানি যেতে পারে লিটনের হাতে।গত বৃহস্পতিবার রাতে তামিম ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। তারপরই পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবে সে নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে সংক্ষিপ্ত তালিকায় ঘুরেফিরেই আসছে সাকিব আর লিটনরে নাম।