র- বিনোদন ডেস্কঃ ওটিটি-তে পা রেখেই ভোলবদল বলি অভিনেত্রী কাজলের৷ মুহূর্তের মধ্যে যেন নেটদুনিয়ায় ঝড় তুলেছেন নায়িকা৷ দীর্ঘ ৩১ বছরের নিয়ম এক লহমায় ভেঙে দিলেন নায়িকা৷ আচমকা কাজলের এই অবতার দেখে রীতিমতো আঁতকে উঠেছেন ভক্তরা৷ ইতিমধ্যেই অভিনেত্রীকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গেও কখনও অন্তরঙ্গ চুম্বন করতে দেখা যায়নি কাজলকে৷ নো কিসিং পলিসি-তেই আত্মবিশ্বাসী ছিলেন নায়িকা৷ এবার সেই নিয়ম ভাঙলেন নায়িকা৷ প্রথমবার ওটিটি-তে পা রেখেই পুরো অন্য রূপ দেখালেন নায়িকা৷ মুহূর্তের মধ্যে যেন আরও বেশি সাহসী হয়ে উঠলেন কাজল৷ সম্প্রতি অভিনেত্রীর চুম্বনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যা দেখে মুহূর্তের মধ্যে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷, দেখে নিন ভিডিওটি,
সাহসী দৃশ্যে প্রথমবার কাজলকে দেখা মাত্রই উত্তেজনা তুঙ্গে ভক্তদের৷ ভাইরাল এই ভিডিও টুইটারে শেয়ার করে একজন লিখেছেন, বিশ্বাস করতে পারছি না৷ ‘দ্য ট্রায়াল’ সিরিজেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাজল৷ যেখানে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন কাজল৷ অভিনেতা আলি খান এবং যিশু সেনগুপ্তর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে লিপ্ত হতে দেখা গেছে অভিনেত্রীকে৷ ওটিটি-তে পা রেখেই কাজলের এই সাহসীকতা সকলেরই নজর কেড়েছে ৷ আমেরিকান সিরিজ দ্য গুড ওয়াইফের অভিযোজন ট্রায়াল-এ অভিনেত্রীর অভিনয়ও প্রশংসিত হয়েছে ঠিকই, পাশাপাশি এসেছে মিশ্র প্রতিক্রিয়াও৷ এই প্রথমবার দীর্ঘ ৩১ বছরের প্রথা ভেঙে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেল নায়িকাকে৷ কাজলের এই ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷