অর্থনীতিআন্তর্জাতিকউন্নয়ন অগ্রগতিএকান্ত সাক্ষাৎকারখেলাধুলাজাতীয়নির্বাচনী হালচালবিনোদনমতামতরাজনীতিশিক্ষা

পিএসজি ছাড়তে চান নেইমার

মন বদলেছে নেইমারের। পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল ফুটবলের পোস্টার বয়। ক্লাবও তাঁকে ছাড়ার জন্য প্রস্তুত। তবে পিএসজি চায় তাঁকে বিক্রির জন্য ভালো এক প্রস্তাব। নিজেদের চাওয়া মতো প্রস্তাব পেলেই নেইমারকে ছেড়ে দেবে ফরাসি চ্যাম্পিয়নরা।

গত মৌসুমেই পিএসজি নেইমারকে বিক্রির চিন্তাভাবনা করলেও ভালো কোনো প্রস্তাব পায়নি। নেইমারও তখন পিএসজি ছাড়তে চাননি। তবে সাম্প্রতিক  কিছু ঘটনায় নেইমার সিদ্ধান্ত বদল করেছেন। এমন খবর দিচ্ছে  ইএসপিএন ও ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল।

কিছুদিন আগে পিএসজির কট্টর সমর্থক গোষ্ঠী নেইমারের বাসার সামনে গিয়ে তাঁর ক্লাব ছাড়ার দাবিতে বিক্ষোভ করেছে। পিএসজি কর্তৃপক্ষ অবশ্য সমর্থকদের এমন আচরণে হতাশা প্রকাশ করে তখনই বিবৃতি দিয়েছে। শাস্তি হিসেবে সেসব সমর্থকের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি। তবে নেইমারকে ধরে রাখার জন্য তারা কতটা ইচ্ছুক, তা নিয়ে প্রশ্ন আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button