বোয়ালমারীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে: ফরিদপুরের বোয়ালমারীতে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রাম থেকে শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নাজির শেখ (৩২) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সে গোয়াইল বাড়ি গ্রামের মৃত জাকির শেখের ছেলে। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদি হয়ে তার বিরুদ্ধে গত ২০ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বর (২২)।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ
মো. শহিদুল ইসলামের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে নাজির শেখের বাড়ির পাশে বেগুন ক্ষেতে রোপন করা ২ কেজি ওজনের গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, একটি গাঁজার গাছ গোয়াইলবাড়ি গ্রামের নাজির শেখের বেগুন ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ সময় নাজির শেখকে গ্রেপ্তার করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।