আন্তর্জাতিকবিনোদনশিরোনাম

মিনিটে ১ কোটি রুপি পারিশ্রমিক উর্বশীর

র-বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ভারতের গণ্ডি পেরিয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। এবার এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।জানা গেছে, তেলুগু সুপারস্টার রাম পোথিনেনির নতুন সিনেমায় মাত্র তিন মিনিটের জন্য পারফর্ম করবেন উর্বশী। তাতেই পারিশ্রমিক হিসেবে নেবেন তিন কোটি রূপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি)। অর্থাৎ এক মিনিটে অভিনেত্রীর পারিশ্রমিক এক কোটি টাকা। সে হিসেবে আলিয়া, দীপিকা, ক্যাটরিনাদের ছাপিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়েছেন উর্বশী। অভিনেত্রী নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন এ বিষয়ে।সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে এই বিপুল পরিমাণের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রীর ভাষায়, ‘এটা খুবই ভালো একটা বিষয়। যে অভিনেতা বা অভিনেত্রী নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন তারা যেন সকলেই এই দিনটা দেখতে পান।’২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।২০১৩ সালে সানি দেওলের সঙ্গে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউড অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন উর্বশী রাউতেলা। এরপর ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন উর্বশী।উল্লেখ্য, সিনেমা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় উর্বশী। এর আগে হীরার মাস্ক পরে ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় চর্চিত হয়েছিলেন তিনি। এছাড়াও ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক নিয়েও বরাবর আলোচনায় থেকেছেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button