রাজশাহী সংবাদদাতাঃ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে যেন ভুলের ছড়াছড়ি । প্রশ্নপত্রে মোট ৮টি প্রশ্ন ছিল। এর মধ্যে ৬টিতেই ভুল পাওয়া গেছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
রাজশাহী শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্র বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন , বোর্ডের পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের লিখিত অংশের ৫ নম্বর উদ্দীপকে সিগমার মান ০.৫৭ দেওয়া আছে ; কিন্তু বাস্তবে সিগমার মান -১ থেকে ০.৫ এর মধ্যেই হয়। অর্থাৎ উদ্দীপকের তথ্য বাস্তবসম্মত নয় । এছাড়া ৩ এর (গ) নম্বর প্রশ্নে কাজের পরিমাণ বের করতে বলা হলেও সেখানে উচ্চতা দেওয়া হয়নি ।৪ এর (ঘ) নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরের জন্য; যা ৪ নম্বরের জন্য নয় , মুখে-মুখেই করা যায়, ব্যাখ্যা-বিশ্লেষণও লাগে না। আর ৭ এর (গ) নম্বর সমাধানের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য নেই , কোনো মাধ্যমেই পানির বেগ দেওয়া নাই। ৮ এর (ঘ) নম্বর প্রশ্নে কেন্দ্রমুখী জানতে চাওয়া ঠিক হয়নি, লম্ব কিনা সেটা জানতে চাইতে পারতো, তথ্য সামঞ্জস্যপূর্ণ নয়। আর ৬ এর (ঘ) এর সাথে বাস্তবতার কোনো মিল নেই।এদিকে একই প্রশ্নের দুই পরীক্ষা নেওয়ায় প্রশ্ন উঠেছে অভিভাবকদের মনে । অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টও করছেন ।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, প্রশ্নটা আমাদের তৈরি না। কারা প্রশ্ন করেছে পরীক্ষার পরে এটি খুঁজে বের করে করার চেষ্টা করব। আর পরীক্ষার্থীদের যে সুবিধা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। ভুল হলে নম্বর দিয়ে দেওয়া হয়, সেটাই হবে। তবে প্রশ্নপত্র ভুলের বিষয়টি তার জানা ছিল না বলে জানান শিক্ষা বোর্ড কর্মকর্তা । আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণ করব ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম আরে অবস্থান করায়, মুঠোফোনে তিনি জানান , আমি ঢাকায় আছি, প্রশ্ন যে বোর্ড তৈরি করে, সে বোর্ডে পরীক্ষা সেখানে হয় না। এটি আমাদের বোর্ডের প্রশ্ন নয়। অন্য বোর্ডের প্রশ্ন। এটি খুঁজে বের করা হবে কোন বোর্ড থেকে এই প্রশ্নটি এসেছে। তারপরে প্রশ্ন সেটারদের বের কার হবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে।তিনি আরও বলেন, আমরা এটি আন্তঃ বোর্ডের সভায় তুলব। এটি খুবই দুঃখজনক ঘটনা। বারবার বলার পরও তারা এটি করে থাকে। শিক্ষার্থীদের বিষয়ে এটি নিয়ে আলোচনা করে ফলাফলের বিষয়ে দেখা হবে। আমার শিক্ষার্থীদের বিষয়েই সব সময় ভাবি। সুন্দর এটির ফলাফল আসবে এটিই আশা করছি।