রাজশাহী সংবাদদাতাঃ বাংলাদেশ বেতারের সকল শিল্পীদের উৎসে কর প্রত্যাহারের ও সম্মানি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বেতারের সকল শিল্পীবৃন্দ।সোমাবার (৭ আগস্ট) বেলা ১১.৩০টার দিকে রাজশাহী বেতারের কার্যালয়ের সামনে শিল্পীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।এ সময় রাজশাহী বেতার শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুলের সভপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন রাজশাহী বেতারে কর্মরত সংগীত, বাদ্য, কণ্ঠ, অভিনয়, নৃত্য, গম্ভীরা, সংবাদকর্মীসহ সকল শিল্পীরা।এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করে তারা বেতারের সকল শিল্পীদের ১০ ভাগ উৎসে কর ও যথাযথ সম্মানির বৃদ্ধির জোরালো দাবি জানান। শিল্পীরা দাবি জানান, বর্তমান সময় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে শিল্পীদের যে সম্মানি ভাতা দেয়া হয় তা যথাযথ নয়। মাত্র আড়াইশো টাকা দিয়ে একজন শিল্পী কোন মতেই চলতে পারেন না। শিল্পীদের পোষাক আশাক ও চেহারায় দেখতে ভালো দেখালেও মূলত তারা ভালো নেই। তাদের যে সম্মানি টা দেয়া হয় সেটাও তারা মানুষ জনের কাছে বলতে পারেন না। কাজেই উপরে ভালো আছে সেটা না দেখে ভেতরের অবস্তা দেখতে হবে।শিল্পীরা দাবি জানান, বর্তমান সরকার দেশে উন্নয়নের অনেক ঝলকানি দিয়েছেন। শিল্পীরা মহান মুক্তিযুদ্ধো অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা সেই সময়ে কণ্ঠ যোদ্ধার ভূমিকা পালন করেছেন। তারা গান, অভিনয়, নেচে গেয়ে ও সংবাদ পরিবেশন করে মহান মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছে। কাজেই শিল্পীদের অবমূল্যায়ন করা যেতে পারে না। বর্তমান সরকার যেমন বিভিন্ন ভাতা চালু করে মানুষকে স্বচ্ছলতা এনেছেন তাই আমাদেরও সম্মানি বৃদ্ধি ও উৎস করা প্রত্যাহার করে মূল্যায় করা হোক বলে দাবি করেন।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, রাজশাহী বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদের সভাপতি ওযাজেদ আলী খান, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, বেতার সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রেডিও এ্যানাউন্সর্সা ক্লাবের আহ্বায়ক কলিম উদ্দীন, সংবাদ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাসুম আখতারুজ্জামনসহ অন্যান্য নেতৃবৃন্দ।মানববন্ধন শেষে শিল্পীরা রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট বেতার শিল্পীদের সম্মানী বৃদ্ধিকরণ ও উৎসে কর কর্তন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।