অপরাধশিরোনাম

রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

   রাজশাহী সংবাদদাতাঃ  রাজশাহীর গোদাগাড়ীতে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ ইদিল নামে এক মাদক কারবারিকে কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ।রোববার ভোর সাড়ে ৫.৩০ মিনিটের দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ইদিলের বাড়ীতে অভিযান চালায়। এসময় মাদক কারবারি ইদিল পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করতে সক্ষম হয় এবং এ ঘটনায় ইদিলের সহযোগী কৌঁশলে পালিয়ে যায় । এসময় তার রুমে তল্লাশি চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করে র‍্যাব । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা । তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button