ইরাক জর্ডান ও লেবাননের আকাশসীমা বন্ধ
ইসরাইলের লক্ষ্যবস্তুর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েল বলছে, ইরানের ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে হামলা করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
এই পরিস্থিতিতে নিজ নিজ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরাক ও জর্ডান। ইসরাইলও আকাশসীমা বন্ধ করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
ইরাকি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিট থেকে রোববার ভোর সাড়ে ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।পরিস্থিতির মূল্যায়ন সাপেক্ষে প্রয়োজনে আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জর্ডানের সিভিল অ্যাভিয়েশন রেগুলেটরি অথরিটি দেশের আকাশসীমা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়ে বলেছে, প্রতিবেশী দেশ ইসরায়েলে ইরানের হামলার কারণে রাত ১১টা থেকে পরবর্তী কয়েক ঘণ্টা আকাশসীমা বন্ধ থাকবে।
লেবাননের পাবলিক ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ও আকাশসীমা সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ইসরায়েল রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখবে বলে জানিয়েছে।