আন্তর্জাতিক

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বন্দর শহর ইলাতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল লক্ষ্যবস্তুর ওপর রবিবার ভোরে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। একই সঙ্গে সিরিয়ার কাছ থেকে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার।

রবিবার ভোরে দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিতে মিসাইল অ্যালার্ম বাজার কিছুক্ষণ পরই এ হামলা হয়। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমেও এ তথ্য সম্প্রচার করা হয়েছে।

ইরাকের ইসলামিক ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী অতীতেও এ ধরনের হামলা চালিয়েছিল বলে জানা যায়।

ইরাকের ওই সশস্ত্র গোষ্ঠীটি এর আগে বহুবার হুশিয়ারি দিয়েছিল যে, ইসরায়েল যদি গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখে, তবে তারা এই দখলদারদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান জোরদার করবে।

গোষ্ঠীটি সবসময় গাজার জনগণের প্রতি সমর্থনের ওপর জোর দিয়ে আসছে এবং পবিত্র রমজান মাসে ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করেছে।

Related Articles

Back to top button