ইসরায়েলে হামলার নিন্দা জানাল না সৌদি আরব
ইহুদিবাদী ইসরায়েলে সরাসরি ইরানের প্রথম হামলার পর সৌদি আরব বলেছে, তারা আঞ্চলিক পরিস্থিতিতে উদ্বিগ্ন। তবে হামলার জন্য ইরানের নিন্দা করেনি রিয়াদ। খবর টাইমস অব ইসরায়েল ও আলজাজিরার।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ইরান বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। তবে এতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইসরায়েলে হামলার ‘দ্ব্যর্থহীন নিন্দা’ করেছেন। তিনি বিবৃতিতে বলেছেন, ‘এই হামলা আবারও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের শাসকদের অবজ্ঞা প্রদর্শন করে। আমরা এই হামলা থেকে নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার জন্য ইসরায়েলের অধিকারকে সমর্থন করি।’ তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরায়েলের ওপর ইরানের ‘বৃহৎ আকারের হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন। গুতেরেস এই ‘শত্রুতা’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বারবার জোর দিয়েছি যে এই অঞ্চল বা বিশ্বের কেউই আরেকটি যুদ্ধ সহ্য করতে পারে না।’